রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৬ হাজার ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০১৭ | ৫:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে ছয় হাজার ৩০০ ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার হয়েছে। রোববার দুপুরে হোটেল শাহজাহান মার্কেট থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়ার বাসিন্দা ইমাম হোসেন (৪৫) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ওমর ফারুক (২২)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। পরে ইমামের প্যান্টের পকেটে তিন হাজার ৩০০ ও ফারুকের পকেটে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে আসছিল তারা।