চট্টগ্রাম: পাবনা জেলায় স্ত্রীকে হত্যা করে চট্টগ্রামে পালিয়ে আসা রেজাউল করিম ওরফে জুয়েল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশীর আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর রোববার বিষয়টি জানানো হয়।
গ্রেফতার রেজাউল করিম ওরফে জুয়েল (৩৪) পাবনার সাঁথিয়ার বাসিন্দা। তিনি ঢাকার দক্ষিণ খানে থাকতেন।
পিবিআই সূত্র জানায়, গত ১৬ জুলাই পাবনার আতাইকুলা থানার চুলকাঠি বিটের চর এলাকায় পাট ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ জুলাই পাবনা জেলা পিবিআই মামলার তদন্তভার নিয়ে জানতে পারে লাশটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জমির উদ্দিনের মেয়ে সুখী বেগমের (৩৩)। ঘটনার পর থেকে পলাতক থাকা রেজাউলের অবস্থান চট্টগ্রামে সণাক্ত হওয়ার পর পিবিআই চট্টগ্রামের সহায়তা চাওয়া হয়।
পিবিআই চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, এক ব্যক্তির সাথে বিয়ের পর সুখীর ছাড়াছাড়ি হয়ে গেলে ঢাকায় জুয়েলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে খুন করে চট্টগ্রামে এসে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছিলেন রেজাউল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। তাকে পাবনা জেলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।