ফ্লাইওভার নির্মাণের কারণেই জলাবদ্ধতা : মেয়র নাছির

চট্টগ্রাম: সমন্বয়হীনতা, দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ও অপরিকল্পিতভাবে ফ্লাইওভার নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার সকালে নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ ফলমন্ডি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সিটি মেয়র বলেন, বহদ্দারহাট ও স্টেশন রোডসহ নানা জায়গায় নালার উপর ফ্লাইওভারের পিলার স্থাপন করায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নগরীর সকল সেবা প্রতিষ্ঠানের সমন্বয় ছাড়া শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা দুরূহ। নীতি-নির্ধারকদের দায়িত্বশীল আচরণ ও সুচিন্তিত পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করলে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব।

মেয়র বলেন, ১৯৯৫ সনের ড্রেনেজ মাষ্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় অপকল্পিত নগরায়ন জনদুর্ভোগ বাড়িয়েছে। রেলওয়ে মেনস সুপার মার্কেট ও ফলমন্ডি এলাকাকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার লক্ষ্যে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিকল্প ড্রেনেজ ব্যবস্থা করা হবে।

এ সময় সিটি মেয়র ওই এলাকার নালা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং ফল ব্যবসায়ীদের কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা জানতে চান।

সম্প্রতি ভারী বর্ষণে ফলের আড়ত এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদের অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং রেলওয়ে মেনস সুপার মার্কেটের প্রধান নির্বাহী শাহবুদ্দিন শামিম, ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মো. আনোয়ার হোছাইন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।