ইছানগরে ’সততা স্টোর’ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

চট্টগ্রাম: বিদ্যালয়ের একটি কক্ষে খোলা দোকানে থরে থরে সাজানো রয়েছে নানাবিধ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। রয়েছে হালকা খাবার ও খেলনা সামগ্রী। কিন্তু কোন বিক্রেতার দেখা নেই। শিক্ষার্থীরা মূল্য তালিকা দেখে পছন্দমতো পণ্য কিনছে। আর ওই দোকানে রক্ষিত একটি বাক্সে পরিশোধ করছে নির্ধারিত মূল্য।

শনিবার দুপুরে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিদর্শন করে এমন চিত্র দেখতে পেলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার।

এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদ্‌দিন মুরাদ, পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহেদুর রহমান শাহেদ, প্রধান শিক্ষক শামীম উদ্দিন চৌধুরী, সদস্য সাদেক হোসেন পাপ্পু প্রমুখ।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধাচার আত্মস্থ করানোর অংশ হিসেবেই এই ‘সততা স্টোর’ । কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সততার মাধ্যমে ক্রয়-বিক্রয়ের নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হচ্ছে। এই ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। যার সুফল দেশ ও জাতি পাবে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আহসান উদ্‌দিন মুরাদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শুদ্ধাচার, সততার চর্চা ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন হতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সততা স্টোর চালুতে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।’

পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ জানান, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা নৈতিকতা ও সততার শিক্ষা লাভ করবে। বিভিন্ন পণ্য ক্রয়ে তাদের আর্থিক সাশ্রয়ও হবে বলে মনে করি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহেদুর রহমান শাহেদ বলেন, আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হলেও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে আমরা পরীক্ষামূলকভাবে এই দোকান ১৫ দিন আগে চালু করি। এ উদ্যোগ একদিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছে, ঠিক তেমনি তারা উঠতি বয়স থেকেই দায়িত্বশীলতা ও সততার শিক্ষা গ্রহণ করছে। বিক্রেতাহীন সততা স্টোর চালুর খবর অভিভাবকদের কাছে পৌঁছলে তারা এটাকে অত্যন্ত ভাল ও প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেছেন।

পরীক্ষামূলক দোকান চালুর পর থেকে এখনো ক্যাশ ঘাটতির অভিযোগ পাওয়া যায় নি বলে জানান বিদ্যালয়েল প্রধান শিক্ষক শামীম উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, নবগঠিত কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রাথমিক বিদ্যালয়ে দোকানিবিহীন ‘সততা স্টোর’ স্থাপন করা হয়েছে। শনিবার সকালে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একযোগে ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে দোকানিবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন করেন।

দেশে প্রথমবারের মতো নবসৃষ্ট চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়েই এরকম দোকান চালু করা হলো।