রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিডিএ’র অপরিকল্পিত কর্মকাণ্ড সহ্য করা হবে না : মেয়র নাছির

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০১৭ | ২:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম : ভবিষ্যতে সিডিএ’র অপরিকল্পিত কার্যকলাপ আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার সকালে নগরীতে ফলের পাইকারি বাজার ফলমণ্ডির জলাবদ্ধতা পরিদর্শন করতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সিডিএ’র অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণের ফল ফলমণ্ডির আজকের এই জলাবদ্ধতা। এখানে দুটি ক্রস ড্রেন ছিল। যে ড্রেন দিয়ে বৃষ্টির পানি সরে যেতো। কিন্তু কদমতলী ফ্লাইওভার নির্মাণের সময় ড্রেন দুটি বন্ধ করে তার উপর পিলার নির্মাণ করেছে সিডিএ। যে কারণে অল্প বৃষ্টিতে ফলমণ্ডি পানির নিচে ভাসছে। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার ফল ও মূল্যবান জিনিসপত্র।

উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য দিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজের নিন্দা জানান। সিটি করপোরেশনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।