কর্ণফুলীবাসীর সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিদান দেওয়ার

মোর্শেদ নয়ন : ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘উন্নয়ন ত্বরান্বিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলীবাসীকে উপজেলা উপহার দিয়েছেন। এখন কর্ণফুলীবাসীর সময় এসেছে প্রধানমন্ত্রীকে প্রতিদান দেওয়ার।’

আনোয়ারা-কর্ণফুলী আসনের সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমার প্রয়াত পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবু আপনাদের কথা দিয়েছিলেন, আজ তারই প্রতিশ্রুতি হিসেবে কর্ণফুলী উপজেলা গঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই ‘কর্ণফুলী উপজেলা’র স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়েছে। চট্টগ্রামে শহরের এতো কাছে হওয়া সত্বেও প্রশাসনিক বিভিন্ন জটিলতার কারণে আগে কর্ণফুলীর মানুষ উন্নয়ন বঞ্চিত হতো।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক ও তার মনোনীত ব্যক্তিকে মূল্যায়নের মাধ্যমে উপহারের প্রতিদান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে কর্ণফুলীবাসীর প্রতি অনুরোধ জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এলাকার উন্নয়ন চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, সামনের দিনগুলো শুধু কর্ণফুলীর উন্নয়নের। তাই নৌকা প্রতীককে বিজয়ী করার কোন বিকল্প নেই।

শনিবার (২৯ জুলাই) সকালে নবগঠিত কর্ণফুলী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে দোকানিবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন একযোগে উপজেলার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে দোকানিবিহীন ‘সততা ষ্টোর’ দোকানের উদ্বোধন করা হয়।

দেশে প্রথমবারের মতো নবসৃষ্ট কর্ণফুলী উপজেলায় একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়েই এরকম দোকান চালু করা হলো।

এ উপলক্ষে উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদ্দিন মুরাদের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদারের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম, পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, চেয়ারম্যান দিদারুল আলম, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু তালেব, এমএ সালাম, ওসমান গনি মেম্বার, মেসবাহ উদ্দীন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জী, আ’লীগের নেতা রফিক আহমদ, হারুনুর রশিদ, মিল্কভিটার পরিচালক নাজিম উদ্দীন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, উপজেলা যুবলীগের সেক্রেটারী সেলিম হক, আ’লীগের নেতা জসিম উদ্দীন, মো. সেলিম উদ্দীন, মো. শাহজাহান, যুবলীগ নেতা শহিদুল্লাহ, মো. সেলিম, দেবরাজ রতন, মোহাম্মদ হোসেন, লোকমান হাকিম, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক বিজয়, নিজাম উদ্দীন নয়ন, ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ নাঈম, সালাউদ্দীন টিপু, সাজ্জাদ হোসেন, সালাউদ্দীন নয়ন, আনিচুর রহমান, সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন, নুরুল হক, এসএম জাকারিয়া, মোরশেদ প্রমুখ।

২০১৬ সালের ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড় উঠান ইউনিয়ন সমন্বয়ে কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

চলতি বছরের ১৭ এপ্রিল নবগঠিত কর্ণফুলী উপজেলায় ইউএনও পদায়ন করা হয়। চলতি বছরের ২৯ এপ্রিল আনোয়ারা-কর্ণফুলীর স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলী উপজেলা পরিষদের দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।|