জি’য়ান : চীনের শানঝি প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় ১০ জন প্রাণ হারিয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়া’র।
চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশের ইউলিন নগরীতে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অঞ্চলটির বেশি কয়েকটি স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ সদরদপ্তর জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৭১ হাজার ৩শ’র বেশি লোককে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। প্রবল বর্ষণে বিদ্যুত সরবরাহ বন্ধ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
শনিবার নাগাদ প্রাদেশিক সরকার বন্যা পরিস্থিতি মোকাবেলায় পাঁচ কোটি ইউয়ান (প্রায় ৭৩ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে।
ইউলিনের বন্যা নিয়ন্ত্রণ সদরদপ্তর বন্যার্তদের মাঝে ৫ হাজার বেলচা, ৩০ হাজার প্লাস্টিক ব্যাগ ও ১৫টি জেনারেটর সরবরাহ করেছে।
এছাড়াও দুর্গত এলাকাগুলোতে বোতলজাত পানি,নুডলস, বাষ্প চুলা ও জীবানুনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।