চট্টগ্রাম: লিও ক্লাব অফ চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্টের দায়িত্ব হস্তান্তর ও সাধারণ সভা গরীরুল্লাহ শাহ হাউজিং সোসাইটিস্থ ক্লাব উপদেষ্টার বাসভবনে দুই পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সভাপতিত্ব করেন ২০১৬-২০১৭ সেবাবর্ষের বিদায়ী সভাপতি লিও মো: মহিউদ্দিন মঈন, ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০১৭-২০১৮ সেবাবর্ষের নব নির্বাচিত সভাপতি লিও মুহাম্মদ আরিফুল ইসলাম।
ক্লাব ভাইস প্রেসিডেন্ট লিও মুহাম্মদ আইয়ুব নবী ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার সিনিয়র প্রেসিডেন্ট এডভাইজর ও প্রোগ্রেসিভ ওয়েস্টের উপদেষ্টা লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ,বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রেসিভ ওয়েস্ট লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন রুপম কুমার বড়ুয়া ও সেক্রেটারি লায়ন অধ্যাপিকা ববি বড়ুয়া।
আলোচকগণ রেল দূর্ঘটনায় আহত মৃত্যুপথযাত্রী পথশিশু বাবুর সহায়তায় এগিয়ে আসায় ক্লাবের নেতৃবৃন্দ আইয়ুব, আফসার ও হাসবির প্রশংসা করেন। এছাড়া প্রোগ্রেসিভ ওয়েস্টের সেক্রেটারি লিও ডিনার, ভাইস প্রেসিডেন্ট লিও হাসান ও লিও সুমনসহ ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।