রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সীতাকুন্ডের ৪৬ হাজার ১৪৫ শিশুকে হামের টিকা

প্রকাশিতঃ ২৯ জুলাই ২০১৭ | ৭:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম: হামের প্রাদুর্ভাবের পর চট্টগ্রামের সীতাকুন্ডের তিন ইউনিয়নের ছয় মাস থেকে ১৫ বছরের ৪৬ হাজার ১৪৫ শিশুকে বিশেষ টিকার আওতায় আনা হচ্ছে। শনিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, শনিবার মধ্যম সোনাইছড়ির ৮৪ শিশুকে ও দক্ষিণ সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার ৪৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়। এ ছাড়া ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের ১২ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। অসুস্থ হয়ে ১২৬ জন ত্রিপুরা শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্য ১০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে ১৮ জন চিকুনগুনিয়া রোগী পাওয়া গেছে। তবে আক্রান্তরা সুস্থ আছেন। এডিস মশার উপস্থিতি পরীক্ষার জন্য আগামী ৭ আগস্ট থেকে ঢাকার একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রামে নমুনা সংগ্রহ করবে।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মজিবুল হক, ইপিআই সদর দপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শামসুজ্জামান, ডিপিএম ফিল্ড সার্ভিস ডা. জিআরএম মোকসেদুর রহমান, সীতাকুন্ড উপজেলার ইউএইচএফপিও ডা. এসএম নুরুল করিম প্রমুখ।