ছিনতাইকারী চক্রের পাঁচ তরুণ গ্রেফতার

চট্টগ্রাম: সড়কে পথচারীর সঙ্গে ঠুনকো বিষয়ে ঝগড়া বাধায় একজন। এই সুযোগে পাঁচজন গিয়ে ঝগড়া মিটিয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নেয় সবকিছু। এই অভিনব কায়দায় ছিনতাই করে আসা পাঁচ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ; দলনেতা আরিফকে ধরতে চলছে অভিযান।

গ্রেফতারকৃতরা হলেন- জসিম উদ্দিন, কাউসার প্রকাশ বাবু, ইমন হোসেন ইমাম, নাহিদ হামজা জুয়েল ও ইমন হোসেন। সবার বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। বায়েজিদের আরেফিন নগরের বিভিন্ন কলোনিতে বসবাস করা এই তরুণেরা বিভিন্ন জেলার স্থায়ী বাসিন্দা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শুক্রবার দুপুরে বায়েজিদ এলাকায় এক পোশাক কর্মীকে মারধর করে মোবাইল ও টাকা ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে জসিম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে বাকি চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দলনেতা আরিফ এখনও অধরা। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।