রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পুড়েছে তিন দোকান

প্রকাশিতঃ ২৯ জুলাই ২০১৭ | ১২:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার বে-শপিং সেন্টারে তিনটি দোকান আগুনে পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বন্তর বড়ুয়া।

তিনি বলেন, আগুনে তিনজন মালিকের তিনটি দোকানে পুড়ে যায়। এর মধ্যে দুটি কাপড়ের এবং আরেকটি জুতার দোকান। ইপিজেড ও বন্দর স্টেশনের চারটি গাড়ি প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।