রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাতার বস্তায় ভরে অস্ত্র বহন

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৭ | ৭:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় বস্তায় গাছের পাতা ভরে তার ভেতরে লুকিয়ে অস্ত্র বহনের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ডলুব্রিজ সংলগ্ন রামপুরা জলদাস পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. হারুন (৪২) সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সাতকানিয়া থানার রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হারুনকে আটক করা হয়। পরে তার সাথে একটি পাতার বস্তার ভেতর থেকে একটি এক নলা বন্দুক, একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রের উৎস ও গন্তব্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।