রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাটহাজারীতে ইয়াবা বিক্রেতা গ্রেফতার

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৭ | ৫:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াবা বিক্রেতা মো. জাকির হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকনদন্ডী ইউনিয়ন এলাকা থেকে ৩০টি ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাকির হোসেন চিকনদন্ডী এলাকার পীর মোঃ বাড়ির আবদুর রহিমের ছেলে।

হাটহাজারী থানার এসআই আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জাকিরকে গ্রেফতার করি। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় দুটি ও নগরীর বায়েজিদ বোস্তামী থানায় চারটিসহ মোট ৬টি মাদকের মামলা রয়েছে।