রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৬ লাখ চিংড়ি পোনা সাগরে অবমুক্ত

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৭ | ২:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে জব্দের পর ৬ লাখ বাগদা চিংড়ি পোনা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সীতাকুন্ড বাস স্টেশন থেকে এসব পোনা জব্দ করা হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।

তিনি বলেন, সীতাকুন্ড থানার এসআই নাদিমের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি খুলনাগামী সাউদান নামের গাড়িতে ৩০ পাতিল চিংড়ি পোনা নিয়ে যাওয়া হচ্ছে; যাতে ৬ লাখ পোনা ছিল। দ্রুত এসব পোনা জব্দ করে কুমিরা ঘাট দিয়ে সাগরে অবমুক্ত করি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, প্রাকৃতিক উৎসের মৎস সম্পদ ধ্বংস করে চিংড়ি পোনা বহন আইনত দন্ডনীয়। এই অপরাধের দায়ে বাসের দুই চালক, সুপার ভাইজার এবং হেল্পার প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এর আগে গত বুধবার দিবাগত রাতে একই স্থানে খুলনাগামী একটি বাসে অভিযান চালিয়ে ১৫ লাখ চিংড়ি পোনা জব্দের পর সাগরে অবমুক্ত করে সীতাকুন্ড উপজেলা প্রশাসন।