রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চাকরিতে যোগ না দেয়া শিক্ষককে সম্মানী দিতে চায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার!

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৭ | ১০:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চাকরিতে যোগ না দেয়া শিক্ষককে সম্মানি নিয়ে যেতে অনুরোধ করেছে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার (ইবিআরসি)।

সম্প্রতি এক ক্ষুদে বার্তার মাধ্যমে ওই শিক্ষককে সশরীরে হাজির হয়ে তিন মাসের সম্মানী নিয়ে যেতে অনুরোধ করা হয়েছে ইবিআরসি থেকে।

ক্ষুদে বার্তা পাঠিয়ে বেতন নিতে যাকে অনুরোধ করা হয়েছে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন সহ সভাপতি আতাউর রহমান মঞ্জুর স্ত্রী নিলু। ৫ মাস আগে তিনি শিক্ষক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপত্র পেলেও কাজে যোগদান করেননি।

প্রেরিত ক্ষুদে বার্তায় মার্চ, এপ্রিল ও মে মাসের সম্মানী ১৩ জুলাই ২০১৭ দুপুর ১ টায় ইবিআরসির পেমেন্ট বোর্ডে সশরীরে হাজির হয়ে গ্রহণ করতে অনুরোধ করেন এডুকেশন সেলের পেমেন্ট বোর্ড সভাপতি।

এদিকে সম্মানী গ্রহণের অনুরোধ পেয়ে বিস্মিত হয়েছেন নিলু ও তার স্বজনেরা।

নিলুর স্বামী আতাউর রহমান মঞ্জু বলেন, ‘আমার স্ত্রী ইবিআরসি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছিল। গত ১ মার্চ থেকে তার যোগদানের কথা থাকলেও ব্যক্তিগত কারণে তা আর করেনি।’

‘প্রায় সাড়ে ৫ মাস পর তার সেলফোনে তিন মাসের সম্মানী গ্রহণের অনুরোধ জানিয়ে এই ক্ষুদে বার্তাটি পাঠালো কর্তৃপক্ষ। কাজ না করার পরও কেন এই ধরনের এসএমএস আসলো তা বুঝতে পারছি না।’

এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) এডুকেশন সেলের পেমেন্ট বোর্ড সভাপতির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে পেমেন্ট বোর্ডের সদস্য জেনে ইবিআরসি’র মেজর হেলালের মুঠোফোনে যোগাযোগ করে একুশে পত্রিকা; সব শুনে তিনি বলেন, ‘পেমেন্ট বোর্ডের দায়িত্বে আমি নেই। তাই এটা নিয়ে আমার করার কিছু নেই।’