হাটহাজারীতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের মিলনমেলা শনিবার

চট্টগ্রাম: হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের মিলনমেলা আগামী শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসর আক্তার উননেছা শিউলী, হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ নুরুল আলম। সভাপতিত্ব করবেন মুক্তিযোদ্ধার সন্তান শেখ খোরশেদুজ্জামান ভি.পি.।

উক্ত মিলনমেলায় হাটহাজারীর সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারবর্গকে উপস্থিত থাকার জন্য মিলনমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।