চট্টগ্রাম: সীতাকুন্ডে প্রায় ১৫ লাখ চিংড়ি পোনা জব্দ করার পর সাগরে অবমুক্ত করেছে উপজেলা প্রসাশন; এসব চিংড়ি পোনার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
চিংড়ি পোনা পাচারের খবর পেয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুন্ড বাস স্টেশন এলাকায় ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।
একপর্যায়ে খুলনাগামী এসপি পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের বিভিন্ন স্পট ও ব্যাঙ্কার থেকে ১৫ লাখ চিংড়ি পোনা ও ৭২টি ড্রাম জব্দ করা হয়।
এরপর অবৈধভাবে চিংড়ি পোনা বহন করার জন্য গাড়ি চালক ও সুপার ভাইজারকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। রাতেই সবগুলো চিংড়ি পোনা কুমিরা ঘাট নিয়ে সাগরে অবমুক্ত করা হয়।
সীতাকুন্ডের সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, আইন অনুযায়ী কোনভাবেই সাগর থেকে চিংড়ি পোনা আহরণ করা যাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।