চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভাস্থ রেল ষ্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃ মোস্তফা (৬৫) চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার কালা পানিয়া এলাকার বাসিন্দা মোঃ মজিবুল হকের ছেলে। তিনি সীতাকু- রেল স্টেশন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
সীতাকুন্ড রেল স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মো. দেলোয়ার বলেন, রেল স্টেশন এলাকার রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় মোস্তফা। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।