চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১০ পরামর্শ

চট্টগ্রাম: চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১০টি পরামর্শ দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পরামর্শ তুলে ধরেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম।

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণ ও প্রতিকারে করণীয় শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পরমর্শগুলো হলো- খালের সঠিক ব্যবস্থাপনা, বর্ষা মৌসুমে উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখা, সঠিক পন্থায় পাহাড় ব্যবস্থাপনা, পলিথিন ব্যবহার কমানোর উদ্যোগ নেয়া, উন্নয়ন কাজে সমন্বয়ের পদক্ষেপ গ্রহণ, আবর্জনা ব্যবস্থাপনায় উন্নতি, জলাবদ্ধতা নিরসনে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সম্পৃক্তকরণ, জোয়ার-ভাটা ব্যবস্থাপনায় স্লুইস গেট স্থাপন, কর্ণফুলী নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা।

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম বলেন, চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার জন্য কেউ এককভাবে দায়ী নয়। আমরা সবাই দায়ী। এই জলাবদ্ধতা একদিনে সৃষ্টি হয়নি। সময় মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সরকারি সংস্থাগুলো দায়ী। তেমনি এই সমস্যা সৃষ্টিতে ও যথাসময়ে সমাধানের দাবি নিয়ে এগিয়ে না আসায় আমরাও দায় এড়াতে পারি না।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন ও সিডিএ’র পরিদর্শকদের দায়িত্ব থাকে মাঠপর্যায়ে কারা অবৈধ দখল করছে তা দেখার। কিন্তু তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করায় অবৈধ দখল থামানো যায়নি। খাল-নালা দখলের কারণে দ্রুত পানি নামতে পারে না।

বৃষ্টির পানি সংরক্ষণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বৃষ্টির সময় ভবনের ছাদে একটি বিশেষ পর্দার শেডের সাথে পাইপ দিয়ে পানি ভবনের পানির ট্যাংকে নেয়া যায়। এক্ষেত্রে পর্দার শেডটি বৃষ্টির সময় খুলে দিয়ে পাইনি পানির ট্যাংকের সাথে যুক্ত করে দিতে হবে। আর বৃষ্টি শেষে খুলে রেখে দিতে হবে। এতে জলাবদ্ধতা কমার পাশাপাশি বিশুদ্ধ পানি পাওয়া যাবে এবং পানির অপব্যবহার রোধ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের নির্বাহী সভাপতি লায়ন জাফর উল্লাহ, বিশেষ প্রতিনিধি লায়ন এম. এ. সোহেল আহমদ মৃধা, সহ-সভাপতি লায়ন সাব্বির আহমদ, লায়ন মওলানা মো. ইউসুফ, মো. রফিক উদ্দীন বাবুল, সাধারণ সম্পাদক লায়ন ফেরদৌস খান আলমগীর, নির্বাহী সম্পাদক মো. সেলিম হোসেন চৌধুরী, মো. ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ন-সম্পাদক সালাউদ্দিন কায়সার লাভু, সাংগঠনিক সম্পাদক এস এম রফিকুল ইসলাম, নুর হোসেন রমজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুল হক চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক মো. হাবিব, নির্বাহী সদস্য মো. টিপু প্রমুখ।