ইয়াবা উদ্ধারের মামলায় যুবকের কারাদন্ড

চট্টগ্রাম: চট্টগ্রামে এক হাজার ইয়াবাসহ গ্রেফতারের মামলায় এক যুবককে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় ঘোষণা করেন।

কারাদন্ডপ্রাপ্ত মো. ইমরান (২১) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, গত বছরের ১৯ জুন মিয়াখান নগরে ইমরানের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গত বছরের ১৭ জুলাই অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ৩০ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। ছয়জন সাক্ষ্য শেষে আদালত রায় দেন।