মদ পাচারে এত কৌশল!

চট্টগ্রাম: শরীরে বাধা ৩০ লিটার মদ। সন্দেহ এড়াতে হাতে দা-করাত। তবুও গ্রেফতার দু’জন। ঘটনাটি নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায়।

বুধবার রাতে মোহাম্মদনগর এ্যানি স্টুডিও’র সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করার কথা জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী করম আলী মিস্ত্রির বাড়ির আবুল কাশেমের ছেলে মো. জসিম মিস্ত্রি (৪৮) ও নোয়াখালীর সোনাইমুড়ি থানার বগাবাড়িয়া এলাকার আবদুল মান্নানের ছেলে মো. জসিম (২৭)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘স্যালাইনের প্যাকেটে ভরা হয়েছে মদ। এরপর এসব বাধা হয় শরীরের সাথে। এভাবে অভিনব পন্থায় মদ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে দুইজন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ লিটার করে মোট ৩০ লিটার মদ।’

আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিতে গ্রেফতারকৃতরা হাতে দা ও করাত রেখেছিল। এই কৌশলে এর আগে একবার রাঙামাটি থেকে চট্টগ্রামে মদ পাচার করতে তারা সক্ষম হয়েছিল বলে জানিয়েছে পুলিশকে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেফতার দুইজন পেশায় রঙ মিস্ত্রি। বর্তমানে তাদের হাতে কাজ কম। এতে তাদের আয়ও কমে যায়। মাত্র ৮০০ টাকার লোভে তারা ঝুঁকিপূর্ণ এই কাজে নেমেছে।’

‘মাদক পাচারকারীরা পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য পাচারের কৌশল পরিবর্তন করছে। কিন্তু তাদের অপচেষ্টা সফল হবে না।’ – বলেন ওসি মোহাম্মদ মহসীন।