রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রকাশিতঃ ২৬ জুলাই ২০১৭ | ৭:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে এক ব্যক্তি হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- মোজাম্মেল হক, দিদারুল আলম ও মো. নিজাম। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন।

চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি মো. আবু জাফর জানান, ২০০২ সালের ১০ এপ্রিল দিবাগত রাতে আবু বকর নামের এক ব্যক্তিকে চান্দগাঁও থানাধীন খাজা রোডের বাসা থেকে ধরে নিয়ে যায় আসামিরা। পরে ওই এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বকরের বাবা বাদি হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ২ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দিয়েছেন।