ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র আ জ ম নাছির

চট্টগ্রাম: ভারী বর্ষণ, জোয়ার, পাহাড়ি ঢল এবং কাপ্তাই বাঁধের ছেড়ে দেয়া পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত নগরের চকবাজার এলাকা পরিদর্শন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার সকালে চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও নালা নর্দমা পরিদর্শন করেন তিনি।

এসময় কাতালগঞ্জ ৩ ও ৪ নং রোডের মেরামত কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চকবাজার ওয়ার্ডে এডিবির আওতায় ৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে সড়ক ও নালার নির্মাণ কাজও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে কাজের গুনগত মান ঠিক আছে কিনা তা চসিকের প্রকৌশল বিভাগকে তদারকি ও জনদূর্ভোগ লাঘবে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন মেয়র। পরে তিনি কাতালগঞ্জস্থ শ্রম আদালত পরিদর্শনে যান।

এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী প্রকৌশলী মো. মেজবাহ উল আলম, উপ সহকারী প্রকৌশলী আবদুল হামিদ ও কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মেয়রের সাথে ছিলেন।