সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জনতার হাতে ধরা পড়লো চার ছিনতাইকারী

প্রকাশিতঃ ২৬ জুলাই ২০১৭ | ৫:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ছিনতাইকালে চার যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা। বুধবার সকালে শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী সিটি গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

চার ছিনতাইকারী হলেন- আক্তার হোসেন ওরফে বালি (২২), ইন্দ্রজিৎ সাহা (৩৫), মো. বাদশা (৩১) ও লিটন (২২)।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, বাঁশখালী থেকে নগরের কর্মস্থলে আসার জন্য শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নামেন তারেকুল ইসলাম। এসময় তাকে আটকে মারধর করে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় গ্রেফতার হওয়া চারজন।

তিনি আরও বলেন, ঘটনার সময় তারেকুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চারজনকে ধরে ফেলে। ঘটনা শুনে টহল পুলিশ এগিয়ে গিয়ে ছিনিয়ে নেওয়া ৯০০ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় তারেকুল ইসলাম বাদি হয়ে মামলা করেছেন।