রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়েটে টেকসই পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার

প্রকাশিতঃ ২৬ জুলাই ২০১৭ | ৫:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (চুয়েট) ‘টেকসই পর্যটন উন্নয়ন’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার চুয়েটের স্থাপত্য বিভাগের আয়োজনে উক্ত সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুস্তাফিজ আল-মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের প্রধান সুলতান মোহাম্মদ ফারুক। সেমিনারটির তত্ত্বাবধানে ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজল চৌধুরী ও প্রভাষক সারা বিনতে হক।

সেমিনারে প্রধান আলোচক মোঃ মুস্তাফিজ আল-মামুন তার অভিজ্ঞতালব্দ গবেষণার আলোকে বলেন, সবুজ পর্যটন বিকাশে স্থাপত্যের ভূমিকা অপরিসীম। আমাদের দেশে অনতিবিলম্বে সবুজ পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই অর্থনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোর দিকে সর্বাগ্রে নজর দিতে হবে। সেজন্য সরকারী ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী।

তিনি দেশী বিদেশী অনেক উদাহরণের মাধ্যমে টেকসই পর্যটন উন্নয়ন বিষয়ে উপস্থিত শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অবহিত করেন। অনুষ্টানে বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।