‘মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে’

চট্টগ্রাম: মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।

বুধবার হাটহাজারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

পুলিশ সুপার বলেন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য যুব ও ছাত্র সমাজকে মাদককের করাল গ্রাস থেকে মুক্ত করে মেধাবী হিসাবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নুরে আলম মিনা বলেন, অনৈতিক কাজের সাথে জড়িত বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে। পবিত্র কোরআনসহ প্রত্যেক ধর্মে মাদকের ব্যাপারে নিষেধ করা আছে।

হাটহাজারী উপজেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ কার্যালয় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ ফজলে রাব্বি ও প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া প্রমুখ।