রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নালায় নবজাতকের লাশ

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৭ | ১১:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের হালিশহর থানাধীন শান্তিবাগ এলাকার একটি নালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হালিশহর থানার শান্তিবাগ আবাসিক এলাকার ৮ নম্বর সড়কে মসজিদের পাশে নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হালিশহর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, শান্তিবাগ আবাসিক এলাকার ৮ নম্বর সড়কে মসজিদের পাশে নালা থেকে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নালায় সাদা কাপড়ে মোড়ানো গলিত অবস্থায় লাশটি ছিল। নবজাতকটির বয়স এক-দুইদিন হতে পারে।