রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাউজানে এক ঘণ্টায় পৌনে ৫ লাখ গাছ রোপণ

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৭ | ১১:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: রাউজান উপজেলায় এক ঘণ্টায় পৌনে ৫ লাখ ফলদ চারা রোপণ কার্যক্রম শেষ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেলপথ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েই পৌনে ৫ লাখ ফলদ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছি। আজ রাউজানবাসীর জন্য খুশির দিন। ভবিষ্যতে এরচেয়ে বেশি গাছ লাগাব। বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়।

উদ্বোধনের সঙ্গে একযোগে রাউজান পৌরসভা, ১৪ ইউনিয়ন ও চুয়েটে ফলদ চারা রোপণের মহোৎসব শুরু হয়। জাতীয় ফল কাঁঠাল, আম, জাম, জলপাই, বেল, আমলকী, লিচু, মাল্টা, খেজুর, ডালিম, সফেদা, আমড়া, লেবু, বাতাবি লেবু, মিষ্টি তেঁতুল, কমলা, আতা, কাঠবাদাম, কামরাঙাসহ বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়। চারাগুলো বান্দরবান, হাটহাজারী, লামা ও কাউখালীর তিনটি সরকারি ও তিনটি বেসরকারি নার্সারি থেকে সংগ্রহ করা হয়।

দুপুর ১২টার মধ্যে সব গাছের চারা রোপণ শেষ করার লক্ষ্যে চার মাস ধরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। সরকারি ও ব্যক্তিগত সড়ক, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিহার, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আঙিনা, সরকারি খাস জমিতে এসব চারা রোপণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল পালিত প্রমুখ।