সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে হাজতির মৃত্যু

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৭ | ৫:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পর মো. রুবেল (৩১) নামে এক হাজতিকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

কক্সবাজার জেলা কারাগারের ওই হাজতির বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বুকে ব্যাথার কারণে উন্নত চিকিৎসা দিতে ওই হাজতিকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।