বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শাকপুরা দারুচ্ছান্নাত কামিল মাদ্রাসায় নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (২২) বাঁশখালী উপজেলার পশ্চিম জলদী গ্রামের আমির হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছিল আরিফুল। নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।