বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

বঙ্গোপসাগরে বছরের সর্বোচ্চ জোয়ার

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৭ | ১২:২৬ অপরাহ্ন

রেহানা বেগম রানু : অমাবস্যা ও পুর্ণিমা তিথির প্রভাব এবং জলবায়ুগত কারণে আজ মঙ্গলবার দেশে সর্বোচ্চ জোয়ার হচ্ছে। এছাড়া জোয়ারের সময় পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ ফুটের মতো হতে পারে।

এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ও মৎস্যবিদ্যা বিভাগের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।

তিনি বলেন, মূলত এই জুলাই এবং আগস্ট মাসে জোয়ারগুলো বেশি হয়। শীতকালের অন্য জোয়ারগুলোর চেয়ে এগুলো হয় অনেক অনেক বড়। ২০১৭ সালে যে ২০৫ জোয়ার হবে। হিসাব করে পাচ্ছি যে এটি সর্বোচ্চ। এর চাইতে বড় জোয়ার কোন ঝড় বা জলোচ্ছ্বাস না থাকলে বাংলাদেশে এ বছরে আর উঠবে না।

অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বলেন, আজকে ভাটা এবং জোয়ার উচ্চতার মধ্যে প্রায় ১৮ থেকে সোয়া ১৮ ফিটের মতো পার্থক্য থাকবে।