চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসের সময় পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বন্দরের আট নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আতিক ও মো. সোহেল। তাৎক্ষণিকভাবে তাদের বয়স ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম জানান, বন্দরের আট নম্বর জেটিতে রাখা ‘এমভি লতিকা নারী’ নামের থাইল্যান্ডের পতাকাবাহী ওই বাল্ক ক্যারিয়ার থেকে গাছের গুঁড়ি নামানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ধাক্কা লেগে আতিক ও সোহেল জাহাজের হেজের (খোলে পণ্য রাখার স্থান) গভীরে পড়ে যান। পরে জাহাজের ক্রু ও অন্য শ্রমিকরা তাদের লাশ উদ্ধার করে।