চট্টগ্রাম: সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় হামে আক্রান্ত নিপা ত্রিপুরা (৩) নামে আরও এক শিশু মারা গেছে। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিপা দক্ষিণ সোনাইছড়ি বগুলা বাজারের ত্রিপুরা পাড়ার বাসিন্দা ছভাচরণ ত্রিপুরার মেয়ে। পাঁচ বছর বয়সী নিপার বড় বোন রীতা ত্রিপুরাও চট্টগ্রাম মেডিকলে ভর্তি ছিল। তবে সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, অসুস্থ অবস্থায় নিপা ও দেড় বছর বয়সী তার ছোট বোন লক্ষ্মী রানীকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। সেখানে আইসিইউতে তাদের রাখা হয়েছিল। হামের পাশাপাশি নিপা অপুষ্টি, নিউমোনিয়া, সেফটিসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল।
তিনি আরও বলেন, সুস্থ হওয়ার পর ত্রিপুরা পাড়ার মোট ৭৮ জনকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়েছে। চমেকে ২২ জন ও বিআইটিআইডিতে আরও চারজন চিকিৎসাধীন।
গত শনিবার স্বাস্থ্যকর্মীরা ত্রিপুরা পাড়ায় গিয়ে নিপা ও তার ছোট বোনের জ্বর দেখে দুজনকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছিলেন। রোববার জ্বর বেড়ে যাওয়ায় তাদের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নেওয়া হয়েছিল। সেখান থেকে তাদের চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।