সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাচ্ছে মানবাধিকার কমিশনের দল

প্রকাশিতঃ ২৪ জুলাই ২০১৭ | ১১:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবে বাংলাদেশ মানবাধিকার কমিশন; দলের নেতৃত্ব দেবেন চট্রগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও জাতীয় গভর্নর এডভোকেট আবুল হাশেম।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টায় নগরের শাহ আমানত মাজার থেকে যাত্রা শুরু করে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই, আছাদগঞ্জসহ বাকলিয়া এলাকা পরিদর্শন করবে দলটি।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্রগ্রাম বিভাগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুল হক চৌধুরী বলেন, ‘চরম ভোগান্তিতে পড়া মানুষের সাথে কথা বলবে মানবাধিকার কমিশনের দল। সরেজমিন পরিদর্শন শেষে একটি প্রতিবেদন তৈরী করা হবে।’

‘এই প্রতিবেদন মাননীয় প্রধানমন্ত্রী, গৃহায়ন ওগণপূর্ত মন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও চট্টগ্রামের সিটি মেয়রের কাছে জমা দেওয়া হবে।’

ওই প্রতিবেদনে জলাবদ্ধতা নিরসনের পদক্ষেপ বিষয়ে পরামর্শ থাকবে বলে জানান মামুনুল হক চৌধুরী।