চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের জেটিতে কন্টেইনার চাপায় জাহেদুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম (২৫) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের খোরশেদ আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিুরল ইসলাম বলেন, জেটিতে কাজ করার সময় একটি কন্টেইনারের নিচে চাপা পড়ে জাহেদ। তাকে বিকালে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।