ঢাকা : গ্রামীণফোনের নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির যোগাযোগ শাখার প্রধান খায়রুল বাশার।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা দুইটা ১০ মিনিটের দিকে এ খবর নিশ্চিত করেন তিনি। বেলা দেড়টার দিকে তিনি বলেছিলেন, নেটওয়ার্ক ঠিকঠাক করতে আরো দুই ঘণ্টা সময় লাগতে পারে। তবে পরে বলেন, বিঘ্ন ঘটার দুই ঘণ্টার মধ্যেই গ্রামীণফোন নেটওয়ার্ক ঠিক করেছে।
গ্রাহকরা বেলা ১২টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক সংযোগের সমস্যার সম্মুখীন হন।
এক বিবৃতিতে গ্রামীণফোন জানিয়েছে, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তায় খননকাজ চলার সময় অনিচ্ছাকৃতভাবে ফাইবার অপটিক ক্যাবল কেটে যায়। এতে গ্রামীণফোনের বেশ কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যার সম্মুখীন। তবে এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব সমস্যার সমাধান করা হয়েছে।