চট্টগ্রাম: সড়ক দুর্ঘটনায় আহত জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আলীকে দেখতে শুক্রবার নগরীর মেহেদীবাগস্থ হেলথ পয়েন্ট হসপিটালে গেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিটাগাং হেলথ্ পয়েন্ট হসপিটালের ব্যববস্থাপনা পরিচালক ডাঃ আতিকুর রহমান, ডাঃ বিজন চন্দ্র তালুকদার, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী, যুগ্ম সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি, মিজানুর রহমান টিপু, মোঃ পারভেজ, সানজিদুল আলম ফয়সাল প্রমুখ।
এসময় ব্যারিস্টার মীর হেলাল ও নেতৃবৃন্দগণ আহত সালাউদ্দিন আলীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার শয্যা পাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন।