সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পরকীয়ায় ঘরছাড়া, অতঃপর লাশ উদ্ধার

প্রকাশিতঃ ২১ জুলাই ২০১৭ | ৭:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পরকীয় প্রেমের জেরে ঘর ছাড়ার পর এক গৃহবধূর ঝুলন্ত লাশ পেয়েছে পুলিশ। শুক্রবার সকালে মেখল ইউনিয়নের মোজাফফরপুর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভালোবেসে ৯ বছর আগে বিয়ে করেন রুবেল ও নীলা। তাদের ঘর আলো করে আসে দুই সন্তান। সাত কছর বয়সী ছেলে আর মেয়ে শিশুর বয়স পাঁচ। এরই মধ্যে রহিম নামে এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে নীলার। দুই সপ্তাহ আগে রহিমের হাত ধরে ঘর-সংসার ছাড়েন নীলা। খোঁজাখুঁজির এক পর্যায়ে গত বৃহস্পতিবার চৌধুরীহাট বণিক পাড়া এলাকা থেকে তাদের আটক করে রুবেল ও তার পরিচিতরা। তাদেরকে মোজাফফরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় নিয়ে আসে।

এসময় রুবেল উত্তেজিত হয়ে রহিমকে পিটুনি দেয়। রহিমকে নিয়ে ব্যস্ত থাকার এক পর্যায়ে ঘটনাস্থল থেকে আত্মগোপণে চলে যায় নীলা। রহিমকে স্থানীয় ইউপি সদস্যের পরামর্শে থানায় সোপর্দ করা হয়। পরে শুক্রবার সকালে মসজিদের বড় পুকুরের উত্তরের পাড়ে জারুল গাছের সাথে গলায় শাড়ি পেঁছিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, নীলার স্বামী পেশায় অটো রিকশা চালক রুবেল। আমি খবর নিয়ে জেনেছি, নীলা ও রুবেলের মধ্যে প্রায় সময় দাম্পত্য কলহ লেগে ছিল। ১৬ দিন আগে রহিম নামের চা দোকানের এক কর্মচারীর সাথে নীলা পালিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে একসঙ্গে ধরে ফেলে রুবেল। এরপর নীলা আত্মহত্যা করেছে বলে তার স্বামী দাবি করছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।