চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিরাজদ্দৌলাহ সড়ক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাফা আর্কেড কমিউনিটি সেন্টারের সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. বেলাল মিয়া (২৫) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা হলেও পরিবার নিয়ে নগরীর বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় থাকতেন। বেলাল রিকশা চালানোর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ বেলালের লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের বা অন্য কোনো চিহ্ন দেখা যায়নি। যেখান থেকে বেলালের লাশ উদ্ধার করা হয়েছে তার আশপাশের নিরাপত্তা প্রহরীরা তাকে রিকশা চালাতে দেখেছেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বেলাল বের হয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।