সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রাইভেট কারে ২০ হাজার ইয়াবা, গ্রেফতার ২

প্রকাশিতঃ ২০ জুলাই ২০১৭ | ৭:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি প্রাইভেট কার থেকে ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাফর আহমেদ কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চালক মো. সুজন (২৯) ও বিপ্লব হোসেন (২৭)।

হাইয়ে পুলিশের দোহাজারী থানার ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা কারটি আটক করে তল্লাশি চালানো হয়। এসময় কারের সিলিন্ডার বক্সে বিশেষ কায়দায় রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার দুইজন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হবে।