কলেজ বাসে বখাটের হামলা, গ্রেফতার ১

চট্টগ্রাম: মিরসরাইয়ে কলেজ শিক্ষার্থী বহনকারী একটি বাসে হামলা ঘটনায় ইউছুপ নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে আবুরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির।

গ্রেফতার ইউছুপ স্থানীয় কাজী বাড়ির নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায় বুধবার কলেজ শেষে মহাজনহাট ফজলুর রহমান কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস সন্ধ্যায় আবুরহাট বাজারে পৌঁছলে স্থানীয় বখাটে ইউনূস বাসে থাকা ছাত্রীদেরকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে।

এসময় বাসের চালক মো. মুছা প্রতিবাদ করলে তাকে পিটিয়ে আহত করা হয়। ওই কলেজের এক শিক্ষক তাদের থামানোর চেষ্টা করলে ইউনূস, তার ভাই ইউছুপসহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে গাড়িতে হামলা চালায়।

মহাজনহাট ফজলুর রহমান কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন বলেন, হামলায় কলেজের ৩ জন শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। ওই রাতেই কলেজের শিক্ষক ফজলুর রহমান বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির।