মিতু হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রাম: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহার করা অস্ত্র উদ্ধারের মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালতে সাক্ষ্য দেন তারা।

এই দুইজন হলেন- গায়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহমদ ও পথচারী জাফর আহমেদ। সাক্ষী দেওয়ার পাশাপাশি এ দুইজনের জেরাও সম্পন্ন হয়েছে

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, সাক্ষ্য দিতে গিয়ে দুইজন আদালকে বলেন, এই মামলার আসামি এহতেশামুল হক ভোলার দেখানো মতে অপর আসামি মনিরের বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিচারক আগামী ২২ অগাস্ট মামলায় পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।

প্রসঙ্গত গত বছরের ৫ জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে গুলি ও কুপিয়ে মিতুকে হত্যা করা হয়। এ ঘটনায় ২৮ জুন হত্যাকান্ডে ব্যবহার করা দুটি অস্ত্র ও বেশ কয়েকটি গুলিসহ এহতেশামুল হক ভোলা ও মনির হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে বাকলিয়া থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ওই মামলা করা হয়। এ ঘটনায় গত ২৮ জুলাই ভোলা ও মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

গত বছরের ২২ নভেম্বর অস্ত্র মামলায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ১৮ জানুয়ারি থেকে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। গত ২৭ মার্চ মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামানের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছিল।