সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পাঁচ মামলায় জামিন পেয়েছেন মৃধা

প্রকাশিতঃ ২০ জুলাই ২০১৭ | ৬:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম: নিয়োগ দুর্নীতির অভিযোগে করা পাঁচটি মামলায় জামিন পেয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা। একই সঙ্গে জামিন পেয়েছেন একই মামলার আসামি রেলের সাবেক ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া এবং প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।

বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর জামিনের এ আদেশ দিয়েছেন। রেলওয়ে পূর্বাঞ্চলের কার্পেন্টার, সিনিয়র ডাটাএন্ট্রি কন্ট্রোল অপারেটর, ট্রেড অ্যাপ্রেনটিস, রেকর্ড কিপার ও শরীর চর্চা শিক্ষক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এই পাঁচ মামলা করে দুদক।

দুদকে আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, তাদের জামিনের বিরোধীতা করেছিলাম। তবে আদালত আসামি পক্ষের জামিন আবেদন মঞ্জুর করেছেন। ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরিয়া পাঁচ মামলাতেই জামিন পেয়েছেন। এছাড়া হাফিজুর রহমান চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এখনই তারা জামিনে মুক্তি পাবেন না।

২০১২ সালের ৯ এপ্রিল রাতে ঢাকার বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে সেই গাড়িতে থাকা মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর রেলের বিভিন্ন পদে নিয়োগ অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় মৃধার বিরুদ্ধে ১৪টি মামলা করে দুদক।

২০১৪ সালের ৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করলে মৃধাকে কারাগারে পাঠানো হয়। গত ২৭ এপ্রিল সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ দুর্নীতির দুই মামলায় মৃধাসহ তিন আসামিকে দুই বছর করে সাজা দেন আদালত। এছাড়া গত বছরের ৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের মামলায় মৃধার তিন বছরের সাজা হয় ঢাকার আদালতে।