চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহর খাদ্য গুদাম থেকে পাচার হওয়া আরও একটি ট্রাক ভর্তি ২৭০ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে র্যাব-৭। বুধবার সন্ধ্যায় নগরের আকবর শাহ এলাকায় ট্রাকটি পায় র্যাব সদস্যরা।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. আমিরুল্লা বলেন, বুধবার সন্ধ্যায় আরও এক ট্রাক সরকারি চাল আমরা উদ্ধার করেছি। ওই ট্রাকে ২৭০ বস্তায় ১৩ দশমিক ৫ মেট্রিক টন চাল আছে। অভিযানের সময় ট্রাকে কেউ ছিল না। পরিত্যক্ত অবস্থায় পেয়েছি। ট্রাকের মালিকের পরিচয় জেনে অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে সাতটি ট্রাক আটক করে ১৫৫ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার হয় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা প্রণয়ন চাকমাসহ পাঁচজন। সরকারি এসব চাল হালিশহর খাদ্য গুদাম থেকে অবৈধভাবে সরানো হয়েছিল।