ফুটপাতে উচ্ছেদ অভিযানে চসিকের ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

তিনি বলেন, অভিযানকালে চকবাজার প্যারেড কর্ণারের পূর্বপাশে সিরাজদ্দৌলা রোডের ফুটপাত অবৈধভাবে দখল করে লোহার পাত ও গ্রীল দিয়ে স্থায়ীভাবে নির্মিত ২টি দোকানের স্থাপনা অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হয় । কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের গেইট সংলগ্ন ফুটপাত থেকে অবৈধভাবে বসা ২টি ভাসমান দোকান ও অলি খাঁ মসজিদের সামনে থেকে ১টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয় ।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ ও চকবাজার থানা পুলিশ সহায়তা করেন।