চট্টগ্রামে খাদ্য কর্মকর্তাসহ ৫জন কারাগারে

চট্টগ্রাম: চট্টগ্রামে ১৫৫ মেট্রিক টন সরকারি চাল পাচারকালে গ্রেফতার খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তাসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভুঁইয়া এই আদেশ দিয়েছেন।

পাঁচজন হলেন- হালিশহর খাদ্য গুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমা, অন্য চারচন ট্রাক চালক ও চালকের সহকারী; তারা হলেন শামসুল হুদা, মিজান, শফি আলম ও মো. ওসমান।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সাতটি ট্রাক যোগে ১৫৫ মেট্রিক টন চাল পাচারকালে র‌্যাব পাঁচজনকে আটক করে। এ ঘটনায় হালিশহর থানায় মামলা করে র‌্যাবের একজন উপ সহকারি পরিচালক। রিমান্ডের আবেদন না থাকায় পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উদ্ধারকৃত চাল হালিশহর খাদ্য গুদামের জিম্মায় দিয়েছেন।