ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

চট্টগ্রাম: চট্টগ্রামে আইনজীবির ১২ বছরের অপহৃত শিশুপুত্র মো. আবদুল ওয়াজেদ মুফতি এখনও উদ্ধার হয়নি। ১০ জুলাই থেকে নিখোঁজ মুফতিকে ফিরে পেতে আকুতি জানান মা রোকেয়া বেগম। এছাড়া তাকে উদ্ধারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে জেলা আইনজীবি সমিতি।

বন্দর থানার ধোপারদিঘির পাড় উকিল বাড়ির মো. আবদুল ওয়াজেদ মুফতিকে ১০ জুলাই বিকেল ৩টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তার মা রোকেয়া বেগম। ২০০৯ সালে মারা যান রোকেয়া বেগমের স্বামী আইনজীবী আবদুল করিম। এরপর সাথে রোকেয়া বেগমের জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে স্থানীয় কিছু ব্যক্তির। এক মাস আগে বন্দর থানায় অভিযোগ দিয়েছিলেন অ্যাডভোকেট আবদুল করিমের স্ত্রী রোকেয়া বেগম। অভিযোগটি ছিল, এলাকার কয়েকজন বখাটে তাকে উত্যক্ত করছে। চিহ্নিত সন্ত্রাসী ও বখাটেরা তাকে অপহরণ করেছে অভিযোগ করে গত ১২ জুলাই বন্দর থানায় মামলা করেন রোকেয়া বেগম।

ছেলেকে ফিরে পেতে আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন রোকেয়া বেগম; বলেন, আমার ছেলেকে অপহরণে জড়িত থাকতে পারে এমন ৭ জনের নাম বন্দর থানা ও র‌্যাবকে জানিয়েছি। অপহরণের মঙ্গলবার পর্যন্ত ৯ দিন পার হলেও উদ্ধার হয়নি। যে কোন কিছুর বিনিময়ে তাকে আমি জীবিত ফেরত চাই।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় জানান, রোকেয়া বেগমের স্বামী আবদুল করিম আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার ১২ বছরের ছেলেকে অপহরণ করা হয়েছে শুনে তাকে উদ্ধারে আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ করেছিলাম। এখনো উদ্ধার হয়নি সে। এ অবস্থায় গত ১৬ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি দিয়েছি আমরা।