রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার নেভি রোড এলাকায় বন্যহাতির আক্রমণে এক নৌ সদস্য নিহত হয়েছেন। নিহত নৌবাহিনীর সদস্যের নাম তৌহিদুর রহমান।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দ মোহাম্মদ নুর, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাপ্তাইয়ে নেভি রোড এলাকায় সোমবার দিবাগত রাতে বন্যহাতির আক্রমণে নৌ বাহিনীর সদস্য তৌহিদুর রহমান নিহত হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে নৌসদস্য তৌহিদ ঘাঁটি থেকে বের হয়ে সড়ক ধরে কাছাকাছি এলাকায় তার নিজ বাসায় ফিরে যাওয়ার সময় বন্যহাতির আক্রমণের শিকার হন। হাতির পাল তাকে পা দিয়ে পিষ্ট করে এবং শুঁড় দিয়ে আছড়ে হত্যা করে বনের ভেতর ঢুকে যায়। খবর পেয়ে নৌবাহিনী ঘাঁটি থেকে সহকর্মীরা এসে তৌহিদের লাশ উদ্ধার করে। কাপ্তাইয়ে ব্যস্ত সড়কে কিছুদিন ধরে বন্যহাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে।