‘৪০% যানের কোন কাগজ নেই’

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘন্টা অভিযান চালিয়ে ৩১টি গাড়ির মধ্যে মাত্র ৬টির কাগজপত্র সঠিক পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীতাকুন্ড এলাকায় এই অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেয়া সীতাকুন্ডের সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, গাড়ির রেজিস্টেশন, ফিটনেস সনদ, রোড পারমিট, ইন্স্যুরেন্স ও ড্রাইভিং লাইসেন্স আছে কিনা যাচাই করতে অভিযান চালানো হয়। দেড় ঘন্টায় ৩১টি মিনি ট্রাক ও মিনি বাস থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে মাত্র ৬টি গাড়ির সব কাগজপত্র সঠিক পেয়েছি।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে ২০ ভাগ গাড়ির কাগজপত্র সঠিক পেলেও ৪০ ভাগ গাড়ির কোন প্রকার কাগজপত্রই নেই। বাকি ৪০ ভাগ গাড়ির কিছু কাগজপত্র থাকলেও আর কিছু নেই। মোটরযান অধ্যাদেশের বিভিন্ন ধারা লংঘনের দায়ে এসব গাড়ির মালিককে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে হাইওয়ে পুলিশ সহযোগিতা করে।