সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পেটের ভেতর এক হাজার ইয়াবা

প্রকাশিতঃ ১৮ জুলাই ২০১৭ | ৪:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে পেটের ভেতরে বিশেষ কৌশলে এক হাজার ইয়াবা পাচারকালে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ইসমাইল ওরফে রিয়াজ (৪০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্টো) শামীম আহমেদ বলেন, কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে রিয়াজকে গ্রেফতার করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পেটে ১ হাজার ইয়াবা রয়েছে বলে তিনি স্বীকার করেন। এরপর তার পেটের ভেতর থেকে কালো টেপে মোড়ানো ৩০টি ইয়াবার পোটলা বের করা হয়; সেখানে ১ হাজার ইয়াবা ছিল।

তিনি আরও বলেন, একই কৌশলে কক্সবাজার থেকে একাধিকবার ইয়াবা নিয়ে চট্টগ্রামে এসেছেন রিয়াজ। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়েছে।